লেবাননের সাঈদা জেলায় ফরিদ উদ্দিন (৩৫) নামে বাংলাদেশি এক রেমিট্যান্সযোদ্ধা মারা গেছেন। তার মরদেহ স্থানীয় আসির হাসপাতালের হিমঘরে রাখা আছে। ফরিদ উদ্দিন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের ইস্কান্দার আলীর ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
মরহুমের বড় ভাই লেবাননপ্রবাসী শমসেদ উদ্দিনর জানান, পরিবারে স্বচ্ছলতা আনার আশায় ২০১১ সালে ফরিদ উদ্দিন লেবানন আসেন। এক ধনকুবের লেবানিজ মালিকের বাংলোর কেয়ারটেকারের চাকরি করতেন। কয়েক মাস থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
বুধবার সকালে কর্মরত অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তার লেবানিজ মালিক স্থানীয় আসির হাসপাতালে নিয়ে যান। সেখানে এক ঘণ্টা পরই মারা যান ফরিদ উদ্দিন। মস্তিষ্কে স্ট্রোক করার কারণে তিনি মারা যান বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান।
তার অকাল মৃত্যুতে পরিবারসহ লেবানন প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরদেহ দেশে দ্রুত পাঠাতে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন মরহুমের বড় ভাই।