Search
Close this search box.
Search
Close this search box.

nasirখেলার সময় মেজাজ হারিয়ে আম্পায়ারকে গালি দিয়ে বসলেন এক সময় জাতীয় দলে নিয়মিত খেলা অলরাউন্ডার নাসির হোসেন। আর তাতেই তাকে পেতে হলো শাস্তি।

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এমন কাণ্ড ঘটিয়েছেন রংপুর বিভাগের হয়ে খেলা নাসির। তার সঙ্গে যোগ দিয়েছিলেন সতীর্থ নাজমুল ইসলামও। দুই ক্রিকেটারকেই জরিমানা করা হয়েছে। নাসিরকে ম্যাচ ফির ২৫ শতাংশ ও নাজমুলকে ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

chardike-ad

গতকাল (রোববার) ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের এক সিদ্ধান্ত মনোঃপুত না হওয়ায় নাসির বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এলবিডব্লিউয়েরর আবেদনে সাড়া না দেয়ায় রংপুরের অধিনায়ক নাসির নাকি বদলি আম্পায়ার আসাদুুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

আর নাজমুল গালি দেন আরেক আম্পায়ার আলী আরমানকে। দিনশেষে দুজনের বিরুদ্ধে ম্যাচ রেফারি সামিউর রহমানের কাছে লিখিত অভিযোগ জানান আম্পায়াররা। তাতেই শাস্তির সিদ্ধান্ত।