সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় বেলাল হোসেন (৩২) ও আব্দুল কুদ্দুস (৩৫) নামে নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত প্রবাসী বেলাল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাহাদীর মসজিদ সংলগ্ন বেচু দরবেশের ছেলে এবং অপর নিহত আব্দুল কুদ্দুস একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুসা মিয়া পন্ডিত বাড়ির নুরুল হকের ছেলে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় বুধবার (১৭ অক্টোবর) নিজস্ব মোটরসাইকেলে করে কর্মক্ষেত্রে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।