সিউল, ২৮ এপ্রিল ২০১৪:

খাংউওন প্রদেশে আসন্ন বেশ কয়েকটি আঞ্চলিক উৎসব উপলক্ষে বিনামূল্যে শাটল বাস সেবা পাওয়া যাবে। আগামী ২রা মে থেকে ২০১৫ সালের জানুয়ারী মাস পর্যন্ত এই ফ্রী বাস সার্ভিস খোয়াংহোমুনের দোংওয়া ডিউটি ফ্রী শপ থেকে যাত্রা শুরু প্রদেশের বিভিন্ন শহরে যাত্রী পরিবহণ করবে।

chardike-ad

মে এবং জুন মাসে বাস থামবে ইনযে, ইয়াংগু ও খাংইয়ুংয়ে। এ সময়ে উল্লেখিত এলাকাসমূহে আঞ্চলিক উৎসব চলবে। ইনযেতে ২-৬ মে ঐতিহ্যবাহী হাংতায়ে (কডজাতীয় এক প্রকার মাছ) শুটকির প্রদর্শনী রয়েছে। ১৬-১৮ মে ইয়াংগুতে বসবে স্থানীয় বিশেষ প্রজাতির গাছ গমছির মেলা। থাকবে গমছি দিয়ে তৈরি খাবারসহ রকমারী পণ্যের প্রদর্শনী।

1914010_image_1

খাংইয়ুংয়ের দানোজে ফেস্টিভ্যালে জসন সাম্রাজ্যের ধর্মীয় আচারানুষ্ঠান উদযাপিত হবে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত। ২০০৫ সালে ইউনেস্কো অনুষ্ঠানটিকে ‘অমূল্য ঐতিহ্যের অসাধারণ প্রদর্শনী’ হিসেবে আখ্যায়িত করেছে। উৎসবে আমন্ত্রিতরা কুস্তি, রশি টানাটানি প্রভৃতি খেলাসহ শ্বেতদূর্বার রসে চুল ধোয়া ও ঐতিহ্যগত ধর্মীয় কৃত্যানুষ্ঠানে অংশ নেন।

বাসে আসন সংরক্ষণের জন্য ফোন করতে পারেন ১৬০০-৬৯৭২ (দংবো ট্রাভেল) অথবা ভিসিট করুন www.dongbotravel.com.