Search
Close this search box.
Search
Close this search box.

imran-khanপাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ সব সময় কাশ্মিরীদের পাশে থাকবে। কাশ্মিরীরা পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। তাদের জন্য সব কিছু করতে হবে।

নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশন শেষে দেশে ফিরে রোববার বিমান বন্দরে তিনি একথা বলেন। বিমান বন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহমুদ কোরেশিকে স্বাগত জানায়।

chardike-ad

তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় ইমরান বলেন, ‘সবার আগে আমার জাতিকে ধন্যবাদ। আপনাদের দোয়ায় কাশ্মির ইস্যু সুন্দরভাবে জাতিসঙ্ঘে উপস্থাপন করতে পেরেছি। ইমরান আরো বলেন, সারা বিশ্ব কাশ্মিরীদের পাশে থাকুক আর নাই থাকুক। পাকিস্তান তাদের পাশে আছে। আমরা তাদের পাশে থাকবো কারণ আমাদের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা।

ইমরান খান সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ভালো ও মন্দ সময় আসতেই পারে। আতঙ্কিত হওয়ার কিছু নাই। কাশ্মিরীরা আপনাদের দিকে তাকিয়ে আছে এবং আল্লাহর ইচ্ছায় তারা জিতবেই। তারা স্বাধীনতা পাবেই। এসময় তিনি ভারতের নরেন্দ্র মোদির সরকারকে ফ্যাসিস্ট ও মুসলিম বিদ্বেষী সরকার হিসেবে অভিহীত করেন। দ্য ডন