সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে রুখে দিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে সোমবার স্থানীয় সময় বিকেলে হওয়া ‘বি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের সঙ্গে ড্র করে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল পিটার টার্নারের দল। আর ভারত তাদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারাল।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। সবার নিচে থাকা শ্রীলঙ্কা এখনো কোনো পয়েন্ট পায়নি। বুধবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গী কে হয়, সেটাই এখন দেখার।