ঈদ উৎসব অনুষ্ঠানে লন্ডন মাতাবেন দেশি-বিদেশি শিল্পীরা। বিনোদনমূলক এ অনুষ্ঠানে গান গেয়ে প্রাণ জুড়াতে আসছেন দেশের খ্যাতিমান জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও ক্লোজ আপ ওয়ান তারকা নিশিতা বড়ুয়া। আই অন টিভি ইউকের আয়োজনে লন্ডনের মাটিতে বৃহৎ সাংস্কৃতিক সন্ধ্যা হবে এটি।
লন্ডন উৎসব ট্রাস্ট ও আই অন টিভির যৌথ উদ্যোগে ২৯ সেপ্টেম্বর লন্ডনের দ্য রয়েল রিজেন্সি মেনর পার্কের ই ১২, প্রবাসে দেশের বিনোদনে মেতে উঠবেন প্রবাসীরা। প্রথমবারের মত চল্লিশটি সংগঠনের সহযোগিতায় এ অনুষ্ঠান হতে যাচ্ছে।
ঈদ উৎসব অনুষ্ঠানে আরও গান পরিবেশন করবেন ইফাত আরা, রওশন আরা মনি, কাজী কল্পনা, শর্মিলী দাস, নুরজাহান, রিংকু, রাজ হাসান, সম্রাট, শম্পা দেওয়ান, মৃদুল, জেইনা, কানিজ কেয়া ও জয়।
ইতোমধ্যে পোস্টার টাঙিয়ে আয়োজকগোষ্ঠী ২৯ সেপ্টেম্বর সবাইকে বিলেতের বড় সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করার জন্য মেনর পার্কের হলে আমন্ত্রণ জানিয়েছেন। অনুষ্ঠান উপস্থাপনা করবেন মিনহাজ ও মুন্নি।