Search
Close this search box.
Search
Close this search box.

dimond-bimanদুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স তাদের ডায়মন্ড আচ্ছাদিত বিমানের লাউঞ্জের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে গতকাল। এই লাউঞ্জের নাম রাখা হয়েছে ‘ডায়মন্ড A380’।

ছবিটিতে দেখা যায় বিমানের ভেতরের- আসনগুলি, টেবিল, কেন্দ্রের সার্ভিস পয়েন্ট- সবকিছুই ডায়মন্ড দ্বারা মুড়িয়ে দেয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি বেশ আগ্রহের সৃষ্টি করে।

chardike-ad

dimond-bimanএর আগে ২০১৮ সালে এমিরেটস এয়ারলাইন্স তাদের ‘বিলিং ৭৭৭’ বিমানের ছবি প্রথম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। ওই ছবিতে দেখা যায় পুরো বিমানটি প্রথম থেকে শেষ পর্যন্ত হীরা দিয়ে ঢাকা। আর গতকাল প্রকাশ করলো এই বিমানের ভেতরের ডায়মন্ড দিয়ে ঢাকা লাউঞ্জের ছবি।

এটি মূলত সারা শাকিল নামে একজন স্ফটিক শিল্পীর শিল্পকর্ম যিনি পূর্বে একজন দন্ত চিকিৎসক হিসেবে কাজ করতেন। স্ফটিক শিল্পীরা মূলত ছবি, স্ফটিক, হীরা কিংবা ধুলার ধূলিকণার সাহায্যে তাঁদের শিল্পকর্ম তৈরি করেন।