Search
Close this search box.
Search
Close this search box.

italyইতালিতে সড়ক দুর্ঘটনায় চার মাসের এক বাংলাদেশি শিশু মারা গেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন- নিহত শিশুর পিতা-মাতা ও তার ভাই (৭)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ইতালির উত্তর-পূর্ব সাভোনা ডি ইসোনছোয় স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুকন্যার বাবা-মা ও ভাইকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

chardike-ad

জানা যায়, এ-৩৪ হাইওয়ে ভিল্লেসে গড়িজিয়া নামক এলাকার কাছাকাছি পাশাপাশি দুটি গাড়ি রাস্তায় চলন্ত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাস্থলেই চার মাসের শিশু মারা যায়। নিহত শিশুর পরিবার মনফালকন নামক এলাকায় বসবাস করেন।