নাটোর সদরের একডালায় বায়তুল হামদ জামে মসজিদ নির্মাণকারীদের কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ায় ৫/৬ বখাটে নেশাখোর নির্মাণাধীন মসজিদটিতে হামলা চালিয়ে কর্মরত শ্রমিকদের মারপিট করেছে।
এ ঘটনায় এলাকাবাসী এক বখাটেকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে জনৈক শাহিন আলম আটককৃত স্বপন (২০)সহ চারজনের নাম উল্লেখ করে নাটোর থানায় মামলা দায়ের করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রোববার বিকেলে নাটোর সদরের একডালায় বায়তুল হামদ জামে মসজিদ নির্মাণকারীদের কাছে নেশার জন্য টাকা দাবী করে চার বখাটে নেশাখোর। এ সময় তারা টাকা দিতে না চাইলে নির্মাণাধীন মসজিদটিতে হামলা চালিয়ে কর্মরত শ্রমিকদের মারপিট শুরু করে। খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যাওয়ার সময় স্বপন নামে একজনকে আটক করা হয়। আটক স্বপন একই এলাকার বাবুর পুকুর পাড় গ্রামের মিস্ত্রিপাড়ার আব্দুর রহিমের ছেলে।
খবর পেয়ে তাৎক্ষণিক নাটোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপনকে আটক করে থানায় নিয়ে আসে। নাটোর থানার ওসি তদন্ত ফরিদুল ইসলাম এ ঘটনায় একজনকে আটক ও লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।