দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত সেন্ট্রাল মসজিদ ইথেওয়ানে আজ থেকে তাবলীগ জামাতের ইজতেমা শুরু হয়েছে। বাংলাদেশ, পাকিস্থান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বিভিন্ন দেশ থেকে আসা আলেম ওলামার অংশগ্রহণে প্রতি বছরের মতো এবারও খুবই তাৎপর্যপূর্ণভাবে এ ইজতেমার কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে।
আয়োজক কমিটির সদস্য তানভির আহমেদ জানিয়েছেন ১২ সেপ্টেম্বর সকাল ১০ টায় শুরু হওয়া এ ইজতেমা ১৪ সেপ্টেম্বর রাত ১১টায় দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
প্রতি বছরই এখানে কোরিয়াতে বসবাসকারী মুসলিম ও বিদেশ থেকে আসা মুসলিমরা সমবেত হন। নানান দেশের নানান রঙের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের অপূর্ব নিদর্শন ও পারস্পারিক সহযোগিতায় দারুণ পরিবেশ সৃষ্টি হয় প্রতি বছরই। হাজার হাজার মানুষ নিজ নিজ আগ্রহে ইজতেমার বয়ানগুলো শোনেন এবং সবার মাঝে ছড়িয়ে দেয়ার অঙ্গীকার নিয়ে শেষ দিনের মোনাজাত করেন। এখানে স্বেচ্ছাসেবকগণ নিজ নিজ দায়িত্বে কাজ করে থাকেন। সবার জন্য সুরক্ষা ও নিরাপত্তার সুব্যবস্থা করা হয়ে থাকে।