Search
Close this search box.
Search
Close this search box.
shoot
প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন ক্যাপ প্রভিন্সের স্টের্কস্পিরিট পলমিট এলাকায় ইকবাল হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দেশটির স্টের্কস্পিরিট পলমিট এলাকায় সন্ত্রাসীরা বাংলাদেশিকে গুলি করে।

জানা গেছে, ওইদিন রাত ৭টার দিকে পলমিট এলাকায় ইকবাল বাংলাদেশি দোকানে মাল ডেলিভারি দিতে যাই। ওই সময় সন্ত্রাসীরা তার ওপর আক্রমণ চালিয়ে তাকে বেশ কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

chardike-ad

নিহত ইকবালের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার হাসনাবাদ চারয়ানী গ্রামে। ইকবাল হোসেনের মৃত্যুতে দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।