Search
Close this search box.
Search
Close this search box.

japan-cricketবাংলাদেশকে জাপানের মাটিতে পরিচয় করিয়ে দেয়ার জন্য অনুষ্ঠিত হয়েছে ‘নিপ্পন টাইগার্স’ আন্তঃক্রীড়া ক্রিকেট টুর্নামেন্ট। এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত টিম। ৩১ আগস্ট জাপানের গুন্মা প্রিফেকচারের সানো ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। নিপ্পন টাইগার্স নামের সংগঠনের খেলোয়াড়রা নীল ও সবুজ দলে ভাগ হয়ে খেলাটিতে অংশ নেন। এ সংগঠনে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার খেলোয়াড় রয়েছেন।

খেলা শেষ হয় দুই দলের সমান সমান স্কোরের মধ্য দিয়ে। খেলা শেষে দুই দলেই বিভিন্ন ক্যাটাগরিতে যারা ভালো করেন, তাদের পুরস্কার তুলে দেন সংগঠনটির উপদেষ্টা ও গিতা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী লুতফর রহমান শিপার।

chardike-ad

japan-cricketতিনি বলেন, আমরা জাপানে সবাই এক হয়ে চলতে চাই। কাঁধে কাঁধ মিলিয়ে যেন চলি। আমাদের এক প্রবাসী ভাই যেন অন্য ভাইয়ের সুখ-দুঃখে কথা বলেন।

খেলা শেষে পুরস্কার বিতরণীর পাশাপাশি বারবিকিউ পার্টিরও আয়োজন করে সংগঠনটি। সংগঠনটির সভাপতি বাহাউদ্দীন রুবেল জানান, বিদেশের মাটিতে ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য।

খেলাটি অনুষ্ঠিত হয় টেলিকমিউনিকেশন কোম্পানি রিও ইন্টারন্যাশনাল, গিতা ট্রেডিং এবং ডাটা সফটের সৌজন্যে।