Search
Close this search box.
Search
Close this search box.

nzনিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ভিডিও শেয়ার করার অভিযোগে এক বর্ণবাদীকে শাস্তি দিয়েছে দেশটির আদালত। সম্প্রতি ৪৪ বছর বয়সী এ বর্ণবাদীকে গ্রেফতার করেছে নিউজিল্যান্ড পুলিশ। ৪৪ বছরের ফিলিপ নেভিল আরপস ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। আর এ অপরাধের জন্য আদালত তাকে ২১ মাসের কারাদণ্ড প্রদান করে।

নিউজিল্যান্ডের সুপ্রিমকোর্টে এ মামলাটির সাজা কমানোর আবেদন করেছিল আসামির আইনজীবী।আদালত তা খারিজ করে শাস্তি বহাল রাখে। আসামির আইনজীবী জানান, ২১ মাস কারাভোগের এ রায়টি আসামির জন্য অনেক বেশি। আদালতের উচিত তার সাজা কমানো। তাকে গৃহবন্দী করা।

chardike-ad

সুপ্রিমকোর্ট বর্ণবাদী ফিলিপের আইনজীবীর আবেদন খারিজ করে দিয়ে বিচারক বলেন, প্রথম আদালতের রায়টিই ‘ন্যায্য ও ন্যায়সঙ্হত’।