Search
Close this search box.
Search
Close this search box.

guishepইতালির প্রধানমন্ত্রী গিউসেপ কন্তি পদত্যাগ করেছেন। মঙ্গলবার ক্ষমতাসীন জোট ভেঙ্গে দিয়ে তাকে পদত্যাগে বাধ্য করার পেছনে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তিও সিলভানির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন কন্তি।

পার্লামেন্টে দেওয়া ভাষণে কন্তি অভিযোগ করেন, মাত্র এক বছর হওয়া তার সরকারকে ভেঙ্গে দিতে বাধ্য করেছেন সিলভানি। লিগ পার্টির নেতা সিলভানি তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেই প্রধানমন্ত্রী হওয়ার জন্য এ কাজ করেছেন বলে দাবি কন্তির।

chardike-ad

তিনি বলেন, সিলভানি‘দেখিয়েছেন তিনি তার নিজের স্বার্থ ও তার দলের জন্য যারা কাজ করেন তাদেরকেই তিনি অনুসরণ করেন।’ কন্তি দাবি করেন, ‘তার (সিলভানির) সিদ্ধান্তগুলো এই দেশের জন্য ভয়াবহু হুমকি হয়ে দেখা দিচ্ছে।’

মঙ্গলবার দিনভরই জল্পনা ছিল জোটের বাইরে থেকে আসা কন্তি পদত্যাগ করতে যাচ্ছেন। কন্তির পদত্যাগের পরিপ্রেক্ষিতে শিগগিরই প্রেসিডেন্ট সের্গেই মাত্তারেলা পার্লামেন্টের অবসান ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।