Search
Close this search box.
Search
Close this search box.

india-newsভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দুই বাংলাদেশিকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়া সেই চালককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। গ্রেফতারকৃত ওই তরুণ ভারতের জনপ্রিয় একটি চেইন রেস্তোঁরার মালিকের ছেলে।

শনিবার ইন্ডিয়া ট্যুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টিপাতের সময় কলকাতার লাউডন স্ট্রিট ও শেক্সপিয়র সরণির সংযোগস্থলে পাশে ট্রাফিক নিয়ন্ত্রণ বুথে আশ্রয় নিয়েছিলেন কাজী মুহাম্মদ মইনুল আলম (৩৬) এবং ফারহানা ইসলাম তানিয়া (৩০) নামের দুই বাংলাদেশি।

chardike-ad

এসময় বিপরীত দিক থেকে আসা একটি বিলাসবহুল জাগুয়ার গাড়ি পাশের একটি মার্সিডিজ গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে দুই বাংলাদেশিকে চাপা দেয়। তাদের সঙ্গে দাঁড়িয়ে থাকা আরো এক পথচারী এতে মারাত্মক আহত হন।

পরে তাদের তিনজনকে উদ্ধার করে স্থানীয় এসএসকেএম হাসপাতালে নেয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন বলে জানান চিকিৎসক। আরসালান রেস্টুরেন্ট চেইনের মালিকের ছেলে পারভেজ আরসালান (২২) ওই জাগুয়ারটি চালাচ্ছিলেন। কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছে। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন।