Search
Close this search box.
Search
Close this search box.

shakib-usযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় সাদমান সাকিব (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন তিনি। স্থানীয় সময় রোববার ভোরে নিউ ইয়র্কের কুইন্সে ওজনপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকায় জন্ম নিহত সাকিবের গ্রামের বাড়ি ফেনী এবং তার বাবার নাম মঈনউদ্দিন।

১০৬ প্রেসিঙ্কটের পুলিশ কর্মকর্তা ও নিউ ইয়র্ক পুলিশের দুর্ঘটনা-তদন্ত কর্মকর্তারা জানান, উডহ্যাভেন এলাকার বাসিন্দা সাকিব আমাজন ডটকমে খণ্ডকালীন চাকরি করতেন। ওই দিন (রোববার) ভোরে পণ্য ডেলিভারি দিতে গিয়ে সাউথ কন্ডুইট অ্যাভিনিউতে দুর্ঘটনায় পড়েন সাকিব। দ্রুতগামী তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।

chardike-ad

সংবাদ পেয়ে দ্রুত টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অ্যাম্বুলেন্সের প্যারামেডিক্সরা প্রাথমিক পর্যবেক্ষণেই পুলিশকে জানায়, সাকিব বেঁচে নেই। পরে সাকিবের মরদেহ ফিউনারেল হোমে নেওয়ার পর তার স্বজনকে সংবাদ দেয়া হয়।