Search
Close this search box.
Search
Close this search box.

amirican-haj-flight১৯৯৭ সালের পর দীর্ঘ ২২ বছর পর এই প্রথম কোনো আমেরিকান হজ্ব ফ্লাইট সৌদি আরবে অবতারণ করলো। বুধবার (৩১ জুলাই) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এ হজ্ব ফ্লাইট অবতারণ করে। এতে ১৬৮ হজ্ব যাত্রী ছিল। এসময় হজ্ব যাত্রীদের গোলাপ ও জমজমের পানি দিয়ে স্বাগত জানান হজ্ব ও উমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ।

সৌদি আরবের বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ (জিএসিএ) এর প্রধান আব্দুলহাদি আল মানসুরী বলেছেন, এ ফ্লাইটের মাধ্যমে দু দেশের মাঝে আবারো নতুন করে সম্পর্ক সৃষ্টি হলো। আশাকরি তা অব্যাহত থাকবে।

chardike-ad