জর্ডানে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল ফজলুল হক (৫৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। সকালে রাজধানী আম্মানের বেয়াদা এলাকায় তার মৃত্যু হয়।
জানা গেছে, রাজধানী জর্ডানের বেয়াদার একটি বাসায় সিকিউরিটি গার্ডের কাজ করতেন ফজলুল হক। সেখানে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। জর্ডানে তিনি ইয়াসিন নামে পরিচিত। তার বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গোপালপুর গ্রামে।
বাবুল ফজলুল হকের মরদেহ আম্মানের আল-বশির হাসাপাল মর্গে রাখা হয়েছে। শিগগির তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।