Search
Close this search box.
Search
Close this search box.

mohammad-sanaullah-picভারতের উত্তরপ্রদেশের আমেঠীতে এবার বাড়িতে ঢুকে সাবেক এক মুসলিম সেনা অফিসারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আমানুল্লাহ (৬৫)। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে কামরাউলি থানার গোড়িয়াঁ কা পূর্বা গ্রামে ঘটনাটি ঘটেছে।

আমানুল্লাহর ছেলে জানিয়েছেন, ঘটনার দিন রাতে বাড়িতে কেবল তার বাবা-মা ছিলেন। সেই সময় এক দল লোক বাড়িতে ঢুকে তার বাবাকে মারধর করে। হামলাকারীরা আমানুল্লাহর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

chardike-ad

প্রসঙ্গত, এতদিন ভারতের গান্ধী পরিবার তথা কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল আমেঠী। কিন্তু গেল লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান কংগ্রেসের সে সময়ের সভাপতি রাহুল গান্ধী।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, রোববার ওই হত্যার ঘটনা নিয়ে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেত্র্রী প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি বলেছেন, ‘উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। অপরাধ ঘটে কিন্তু বিজেপি সরকার তা ধামাচাপা দেওয়া ছাড়া কিছুই করে না। আমার বাড়ি আমেঠীতেই এমন ঘটনা ঘটেছে। বিজেপি সরকার কী কিছু করবে না ধামাচাপা দেবে?’