Search
Close this search box.
Search
Close this search box.

shaek-ahmedসিলেটের ওসমানীনগরের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজারের সরকার বাজারস্থ শ্বশুরালয় থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজের নাম হাজি শায়েক আহমদ (৫২)। তিনি উপজেলার ইলাশপুর গ্রামের মৃত আব্দুল বারী’র ছেলে। তিনি তাজপুর বাজারস্থ নিজস্ব বাড়িতে (তাজপুর বড় বাড়ী) বাস করতেন। ঘটনার পর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজা খোঁজি করে তার কোন সন্ধান মেলেনি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকালে মৌলভী বাজার জেলার সরকার বাজারস্থ তার তৃতীয় শ্বশুরালয় থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুজি করলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

chardike-ad

নিখোঁজ শায়েকের আত্মীয় সামসুদ্দিন জানান, তিনি মৌলভীবাজারের সরকার বাজারস্থ শ্বশুর বাড়ি থেকে নিঁখোঁজ হয়েছেন। আমরা এখন মৌলভীবাজার মডেল থানায় যাচ্ছি সাধারণ ডায়েরি করার জন্য। রাতে আপনাদের বিস্তারিত জানাবো।

এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার্স ইন্চার্জ এস এম আল মামুন বলেন, একজন প্রবাসী মৌলভীবাজার থেকে নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। বিষয়টি মৌলভীবাজারে সংঘটিত হওয়ায় সেখানকার থানায় জিডি করতে হবে।