Search
Close this search box.
Search
Close this search box.

plestine-childপশ্চিমতীরে গাড়ির চাকায় পিষে এক ফিলিস্তিনি শিশুকে নির্মমভাবে হত্যা করেছে এক অজ্ঞাতনামা ইসরাইলি বাসিন্দা। সাত বছর বয়সী ওই শিশুর নাম তারেক। তার বাড়ি হেবরন শহরের তার্কুমিয়া এলাকায়। এই শহরটি ইহুদিদের উপশহর আদুরা’র পাশেই অবস্থিত।

সোমবার জর্ডান নদীর পশ্চিম তীরের আল-খলিল তার্কুমিয়া শহরের কাছে সাত বছরের ওই ফিলিস্তিনি শিশুকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় সে শহরের রাস্তায় সাইকেল চালাচ্ছিল। এ সময় একজন ইসরায়েলি গাড়িচালক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীরি সদস্যরা শিশুটিকে সামরিক এম্বুলেন্সে করে ইসরায়েলি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

chardike-ad

এদিকে ঘাতক গাড়িচালককে আটক করতে এখনও কোনো চেষ্টা চালায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। গাড়িচাপা দিয়ে ফিলিস্তিনিদের হত্যার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও এ ধরনের বহু ঘটনা ঘটিয়েছে ইসরায়েলিরা। গত এপ্রিলেও একজন ইহুদিবাদী বেথেলহামে ফিলিস্তিনি শিক্ষিকা ফাতেমা সোলায়মানকে লড়ির চাকায় পিষে হত্যা করে। উগ্র ইহুদিবাদী নেতারা এর আগে নানা বক্তব্যে ফিলিস্তিনি শিশুদের হত্যা করতে উৎসাহিত করেছে।