মালয়েশিয়ায় বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রে স্পাইডারম্যান সেজে প্রতারণার দায়ে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে মেলাকা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, বাংলাদেশি ওই প্রবাসী স্পাইডারম্যানের পোশাক পরে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াতেন। পর্যটকরা তাকে দেখে আগ্রহী হয়ে উঠতেন এবং তার সঙ্গে ছবি তুলতে চাইতেন। ছবি তোলার বিনিময়ে তিনি পর্যটকদের থেকে অর্থ আদায় করতেন।
বাংলাদেশি ওই যুবক পর্যটকদের থেকে প্রতিদিন প্রায় ১ হাজার রিঙ্গিত আদায় করতেন। তার সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তাদের এ ধরনের কাজের কোনো অনুমোদন ছিল না।
ফলে দীর্ঘদিন পর্যটক ঠকানোর অভিযোগ পেয়ে গত সপ্তাহে মেলাকা অভিবাসন বিভাগের পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানের সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। তবে তারা কোন দেশের নাগরিক তা জানতে পারেনি পুলিশ। এভাবে স্পাইডারম্যান সেজে অর্থের বিনিময়ে পর্যটকদের সাথে ছবি তোলাকে প্রতারণা হিসেবে দাবি করেছে সেখানকার কর্তৃপক্ষ।