অস্ট্রিয়া ক্রিকেট লীগে স্লোভেনিয়ার লুবিয়ানা ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৬ উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া। শনিবার (১৩ জুলাই) স্লোভেনিয়ার লুবিয়ানা ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ৪০ ওভারের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে লুবিয়ানা ক্রিকেট ক্লাব। বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১০ রান করতে সমর্থ হয়।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক জায়েদ বিন শহীদের হাফ সেঞ্চুরিতে মাত্র ১৭ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া। বিসিসিএর পক্ষে সর্বোচ্চ উইকেট নেন ইকবাল হোসেন। এ জয়ের সুবাদে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া পূর্ণ পয়েন্টসহ বোনাস পয়েন্ট অর্জন করেছে।