Search
Close this search box.
Search
Close this search box.

shahalam-malaysiaমালয়েশিয়ায় বজ্রপাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় মালয়েশিয়ায় সেলানঙ্গর প্রদেশের শাহ আলম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হন। জানা গেছে, বজ্রপাতে নিহত মজনু রহমানের বাড়ি যশোর জেলায়।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত দুই বাংলাদেশি বর্তমানে সুঙ্গাইবুলু হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

chardike-ad

তথ্য মতে, নিহত মজনু ও আহত দুই বাংলাদেশি জিটুজি প্লাস (কলিং) ভিসায় শাহ আলমের ম্যস্কভিক এসডিএন বিএইচডি নামক কোম্পানিতে মালয়েশিয়ায় এসেছিলেন।