Search
Close this search box.
Search
Close this search box.

liakot-aliমালয়েশিয়ার নেগরি সেমবিলান সেরেম্বানে শহরে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম লিয়াকত আলী (৫৫) বলে জানা গেছে। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মান্নারগাঁও ইউনিয়নের কাঠাখালী গ্রামে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টায় নিজ কর্মস্থলে বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে তাংকু জাফর বুকিতরাছা মেডিকেলে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।

chardike-ad

২০১৬ সালের প্রথম দিকে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান লিয়াকত আলী। দালালের মাধ্যমে বৈধ হওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি বৈধ হতে পারেননি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।