Search
Close this search box.
Search
Close this search box.

indiaশেষ মুহূর্তে এসে বেশ জমে উঠেছে বিশ্বকাপের এবারের আসর। রাউন্ড রবিন লিগ প্রায় শেষে দিকে পৌঁছে গেলেও এখন পর্যন্ত কেবল মাত্র অস্ট্রেলিয়াই নিশ্চিত করতে পেরেছে সেমিফাইনালের টিকিট। শেষ চার নিশ্চিত করার দৌড়ে আছে আরও প্রায় ৫টি দল। এ দলগুলোর মধ্যে থেকে যে কোনো ৩ দল কাটবে শেষ চারের টিকিট। আর বাকিরা ছিটকে যাবে বিশ্বকাপের এবারের আসর থেকে।

আজকের ভারত-ইংল্যান্ড ম্যাচেও নির্ধারণ হবে অনেক কিছু। এই যেমন ভারত জিতে গেলেই দ্বিতীয় দল হিসেবে তারা উঠে যাবে সেমিফাইনালে। তাতে অবশ্য কপাল পুড়বে ইংল্যান্ডের। টুর্নামেন্ট থেকে একেবারে ছিটকে না পড়লেও তাদের শেষ চারের স্বপ্ন খাবে বড় ধাক্কা। অনেকটা ডু অর ডাই ম্যাচ খেলতে নামছে তারা।

chardike-ad

এজবাস্টনে বারুদে ঠাসা ম্যাচ। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ব্যাটিং উইকেটে বড় লক্ষ্য গড়ে ভারতকে ভড়কে দিতেই ইংলিশদের এই সিদ্ধান্ত। এদিকে ইনজুরি কাটিয়ে ওঠায় স্বাগতিকদের একাদশে ফিরেছে ইনফর্ম ওপেনার জেসন রয়।

একাদশে পরিবর্তন এনেছে ভারতও। পায়ের আঙ্গুলে ব্যাথার কারণে অলরাউন্ডার বিজয় শঙ্করের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামছেন তিনি।

ভারতীয় একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্ত, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারেস্ট, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।