ডেস্ক রিপোর্টঃ নোবেল শান্তি পুরস্কারের পর বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত সিউল শান্তি পুরস্কার ২০১২ পেয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এই প্রথম কোন কোরিয়ান এই পুরস্কার পেলেন। সিউল শান্তি পুরস্কার নির্বাচন কমিঠি ১১তম সিউল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে গতকাল তার নাম ঘোষনা করে। বান কি মুন জাতিসংঘের দ্বায়িত্ব নেয়ার পর থেকেই গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবাধিকার উন্নয়ন এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্টার জন্য নিরলসভাবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন।বান কি মুন জাতিসংঘের মাধ্যমে মানবাধিকার নারী ও শিশুদের অধিকার,উন্নয়নশীল দেশসমুহের সমস্যা সমাধান, দারিদ্রতা বিমোচনের পাশাপাশি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি সহ মানব কল্যাণে অবদান রেখে চলেছেন।