নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে চারতলা একটি ভবনে আগুন লেগে পুড়ে গেছে বাংলাদেশি মালিকানাধীন মুদি দোকান। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। স্থানীয় সময় শুক্রবার (২৮ জুন) ভোরে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চারতলা ভবনটির নিচতলার খামার বাড়ি গ্রোসারি থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এর কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ভবনটিতে বাংলাদেশি মালিকানাধীন চারটি দোকান এবং বেশ কয়েকটি অফিস রয়েছে।