২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উৎপাদিত মোটরসাইকেলের দাম কমলেও বাড়বে আমদানিকৃত বিদেশি মোটরসাইকেলের দাম। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ বরাদ্দ প্রস্তাব করা হয়।
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বলা হয়, স্থানীয় মোটরসাইকেল উৎপাদনকে উৎসাহিত করার জন্য ২০১৭-১৮ অর্থ বছর হতে শর্তসাপেক্ষে রেয়াতি সুবিধা প্রদান করা হচ্ছে। এ খাতে প্রদত্ত প্রণোদনা অব্যাহত রাখার পাশাপাশি মোটরসাইকেল ও এর পার্টস উৎপাদনে তিনটি উপকরণের শুল্ক সুবিধা যৌক্তিকীকরণের প্রস্তাব করছি।
আরও বলা হয়েছে, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, লরি, অ্যাম্বুলেন্স ও স্কুলবাস ছাড়া সব ধরনের পরিবহন রেজিস্ট্রেশন, রুট পারমিট নবায়ন, ফিটনেস সনদ, মালিকানা সনদ নিতে এবং নবায়ন করতে বিআরটিএ নির্ধারিত সেবামূল্যের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হবে। ফলে এসব কারণে গাড়ির রেজিস্ট্রেশন ফি বাড়বে।
বাজেটে হেলিকপ্টারের সেবামূল্যের ওপর ভ্যাটের পাশাপাশি সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে হেলিকপ্টারে যাতায়াতের ক্ষেত্রে খরচ বাড়তে পারে।