সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে ইফতারে যোগ দিয়েছেন আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। আর এ সময় তার সঙ্গে ছিলেন তার বাগদত্তা এমিনে গুলসে। গত শনিবার ইস্তানবুলে ওসমানীয় যুগের দলমাবাহাস রাজপ্রাসাদে রাজকীয় এক ইফতার পার্টিতে এক সঙ্গে ইফতার করেন তারা। আর একসঙ্গে ইফতারের সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ওই ছবিতে দেখা যায়, ইফতারের জন্য এরদোগানের টেবিলের একপাশে বসেন ওজিল ও তার বাগদত্তা এমিনে গুলসে। এ সময় বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় তাদের। জানা গেছে, শিগগিরই দীর্ঘদিনের বান্ধবী এমিনে গুলসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ওজিল। আর বহুল প্রতীক্ষিত সেই বিয়েতে অতিথি হিসেবে দেখা যেতে পারে প্রেসিডেন্ট এরদোগানকে। ইতিমধ্যেই তার হাতে বিয়ের নিমন্ত্রণপত্র তুলে দিয়েছেন ওজিল ও গুলসে।
জার্মানির জাতীয় দলের হয়ে খেললেও জাতিতে তুর্কি মেসুত ওজিল। পাশাপাশি তার হবু স্ত্রী সুইডিস নাগরিক হলেও তুর্কি বংশোদ্ভূত। তিনি পেশায় মডেল ও অভিনেত্রী। এর আগে, গত বছর বর্ণবৈষম্য ও অসম্মানের অভিযোগ এনে জার্মান জাতীয় ফুটবল দল থেকে সরে দাঁড়িয়েছেন ওজিল।