Search
Close this search box.
Search
Close this search box.

honduras-biman-crashহন্ডুরাসে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ পাঁচ বিদেশি নিহত হয়েছে। শনিবার রোয়াতান দ্বীপ থেকে উড্ডয়নের পরপর বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপার পিএ-৩২-২৬০ বিমানটি পর্যটন বন্দর নগরী ট্রুজিলোর দিকে যাত্রা করেছিল। এটি রোয়াতান থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

chardike-ad

নিহতরা কোন দেশের নাগরিক তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে দেশটির কর্মকর্তারা। সশস্ত্র বাহিনীর মুখপাত্র হোসে দোমিংগো মেজা জানিয়েছেন, নিহতদের মধ্যে চার জন যুক্তরাষ্ট্রের নাগরিক ও অপরজনের জাতীয়তা এখনও জানা যায়নি। কিন্তু স্থানীয় জরুরি বিভাগগুলো প্রাথমিকভাবে জানিয়েছিল, নিহতদের চার জন কানাডার নাগরিক ও অপরজনের জাতীয়তা অজ্ঞাত।

স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।