Search
Close this search box.
Search
Close this search box.

mushfiqurডাবলিনে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে করলেন মাত্র ৩৫ রান। তাতেই রেকর্ডবুকে ঢুকে গেলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম, যে রেকর্ড বিশ্বে আছে মাত্র ৪ জনের।

কি সে রেকর্ড? আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের ২০৪তম ম্যাচ। এর মধ্যে ১৭৮টি ইনিংসে তিনি উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলেছেন।

chardike-ad

বুধবারের ৩৫ রানে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন মুশফিক। তার আগে এমন রেকর্ড আছে চারজন উইকেটরক্ষক ব্যাটসম্যানের। এই চারজনের মধ্যে সবার উপরে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, যিনি ৩৪০ ওয়ানডেতে ৪৩.৬৩ গড়ে ১৩ হাজার ৩৪১ রান করেছেন।

দ্বিতীয় অবস্থানে আছেন ভারতের কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ২৮৯ ম্যাচে ৫০.৭২ গড়ে ১০ হাজার ৫০০ রান আছে তার। এই তালিকায় তিন এবং চার নাম্বার অবস্থানে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট এবং জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার।

গিলক্রিস্ট ২৭৪ ম্যাচে ৯ হাজার ৪১০ রান করেছেন। ফ্লাওয়ার ১৮৩ ম্যাচে করেছেন ৫ হাজার ৮৪৫ রান। আর উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ২০৪ ওয়ানডেতে ৪ সেঞ্চুরি আর ৩১টি হাফসেঞ্চুরিসহ ৫ হাজার রান হলো মুশফিকের।