পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন দেশের প্রবাসীসহ ৩ হাজার ৫ কয়েদিকে মুক্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রাষ্ট্রীয়ভাবে ক্ষমার যোগ্য বিবেচিত হওয়ায় গত ২ মে বৃহস্পতিবার তাদের মুক্তির ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান।
খলিফা স্থানীয় গণমাধ্যমে বলেন, ‘মুক্তি পেয়ে তারা তাদের পরিবারের সঙ্গে সঠিকভাবে জীবন যাপন করবে এই প্রত্যাশা করি।’তিনি বলেন, ‘পবিত্র মাসকে কাজে লাগিয়ে মুক্তিপ্রাপ্তরা নতুন জীবন শুরু করবে। ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে সমাজকে সুন্দর রাখতে সহায়তা করবে।
এর আগে, সংযুক্ত আরব আমিরাতের ৪৭তম স্বাধীনতা দিবসে ১ হাজার ৯১২ জনের বেশি কয়েদিকে মুক্তি দেয়া হয়। আবুধাবি ৭৪৫, দুবাই ৬২৫, আজমান ৯০, ফুজাইরাহ ৬৫, শারজাহ ১৮২, রাস আল-খাইমাহ ২০৫ এবং উম্ম আল-কাইওয়াইনের শাসক বহু সংখ্যক কয়েদিকে মুক্তি দেয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে নানা কারণে বন্দি থাকা দেশটির স্থানীয় বহু নাগরিকের পাশাপাশি প্রবাসীও রয়েছে। যারা দেশটির আইন- কানুন না মানায় তাদেরকে বন্দি রেখেছে আমিরাত সরকার। তবে যাদের অপরাধ ক্ষমার যোগ্য এবং যারা বন্দি জীবন থেকে ফিরে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন তাদেরকে মুক্তি দেয়া হবে।