ঘূর্ণিঝড় ফণীর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শুক্রবারের (৩ মে) ঢাকা-যশোর বিজি ৪৬৭ এবং যশোর-ঢাকা বিজি ৪৬৮ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আজকের ঢাকা-কোলকাতা বিজি ০৯৫ ফ্লাইট আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ডিলে করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড় ‘ফণী’ উপকূলে আঘাত আনার সময় দেশের বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সিডিউলে সাময়িক পরিবর্তন আনা হচ্ছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে কোনো সিডিউল বিপর্যয় ঘটেনি। শুক্রবার রাতে এবং শনিবার সকালে আরও কিছু ফ্লাইট রি-সিডিউল করা হতে পারে।
প্রসঙ্গত, শুক্রবার বেলা ১১টা পর্যন্ত দেশের আকাশ পথের আবহাওয়া অনুকূলেই ছিলো। নিয়মিত ফ্লাইটগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে ও অবতরণ করছে।