Search
Close this search box.
Search
Close this search box.

kaykobadচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী এবং ভারতীয় জি বাংলা চ্যানেলের কমিডি শো মিরাক্কেল প্রতিযোগী কায়কোবাদকে গ্রেফতার করেছে পুলিশ।

কায়কোবাদ মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৯ সিরিজের একজন প্রতিযোগী ছিলেন। বুধবার (১ মে) বিকেলে কায়কোবাদকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় হাটহাজারী থানার কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর।

chardike-ad

ঘটনার শিকার বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্রী জানান, কায়কোবাদ গত বছর থেকে তার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি মেয়েটিকে সে এড়িয়ে চলা শুরু করে। মঙ্গলবার এ বিষয়ে মেয়েটি কায়কোবাদের সাথে কথা বলতে গেলে শাহ আমানত হলের সামনে তাকে মারধর করে।

হাটহাজারী মডেল থানার পরিদর্শক (গোয়েন্দা) রাজিব শর্মা জানান, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বছরের ছাত্রীর অভিযোগে কাকোবাদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেলে প্রেরণ করে।