বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের উদ্দেশ্যে নতুন সতর্ক বার্তা জারি করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস বাংলাদেশে হামলা চালাতে পারে -বিভিন্ন গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ হওয়ার প্রেক্ষিতে দেশটি নতুন এই সতর্কতা জারি করেছে। সতর্ক বার্তায় বাংলাদেশে থাকা বৃটিশ নাগরিকদের সর্বদা সতর্ক থাকতে বিশেষ করে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
তবে ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে দায়েশ বা আইএস হামলা চালাবে বলে প্রতিবেদন প্রকাশিত হলেও এখানে আদৌ হামলা চালাতে পারে কিনা বা কোথায় হামলা চালাতে পারে- এসব বিষয়ে যুক্তরাজ্যের কাছে ‘সুনির্দিষ্ট’ কোনো তথ্য নেই।