ভিয়েতনাম সম্মেলনে উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র বিশ্বাস রাখেনি বলে রাশিয়ায় গিয়ে দাবি করলেন কিম জং উন। হ্যানয়ে কিম জং উনের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
রাশিয়ায় পুতিনের সঙ্গে প্রথমবারের মত বৈঠকে এ মন্তব্য করেন কিম। কোরীয় উপদ্বীপের সংকট আরও জটিল হয়েছে উল্লেখ করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের আচরণের ওপরই নির্ভর করছে কোরিয়ায় শান্তি ও নিরাপত্তার ভবিষ্যৎ।
গত বছর প্রথমবারের মত সিঙ্গাপুরে বৈঠকে বসেন ট্রাম্প-কিম। সে সময় কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে রাজি হন উত্তর কোরীয় নেতা। পরবর্তীতে এ বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে বৈঠকে বসেন তারা।
তবে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় সে বৈঠক। তবে ট্রাম্প তখন অভিযোগ করেন উত্তর কোরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্ত দেয়ায় তিনি আলোচনা ছেড়ে উঠে আসেন। আর কিম জং উনের পক্ষ থেকে বলা হয় ঐ সম্মেলন সন্দেহ জাগিয়েছে, ট্রাম্প আদৌ দুদেশের সম্পর্কের উন্নয়ন চান কিনা।