Search
Close this search box.
Search
Close this search box.

madaripurমাদারীপুরে রিংকু নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই নারীর গলায় দাগ রয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটা জানা যায়নি। জানা গেছে, বুধবার বিকেলে ওই গৃহবধূকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় রিংকুর সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়।

পুলিশ জানায়, কদমবাড়ী ইউনিয়নের সন্তোষ বসুর সঙ্গে প্রায় ৫ থেকে ৬ মাস আগে বিয়ে হয় রিংকুর। বিয়ের কিছুদিন পরই সন্তোষ বসু বিদেশে চলে যান।

chardike-ad

এ ব্যাপারে রাজৈর থানা পুলিশের ওসি এমএ শাহজাহান বলেন, বিষয়টি সন্দেহজনক। এটা হত্যা না আত্মহত্যা এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের পর বিষয়টি বোঝা যাবে। সে অনুসারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।