সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশি পতাকাবাহী প্রতিষ্ঠান জনতা ব্যাংকের সব শাখা থেকে আজ রোববার দিনব্যাপী বিনা খরচে প্রবাসীরা দেশে টাকা পাঠানোর সুযোগ পাবেন।
জনতা ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে ইতালির পর দুবাইয়ে একদিনের এই বিশেষ সুবিধা দেয়া হচ্ছে বলে জানান আবুধাবি জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ আমিরুল হাসান।
মোহাম্মদ আমিরুল হাসান বলেন, সম্প্রতি জনতা ব্যাংকের মহাপরিচালক সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেন। প্রবাসীদের স্বদেশি ব্যাংকে লেনদেন ও রেমিট্যান্স পাঠানোয় প্রণোদনা দিতে ইতালিতেও একদিনের এমন বিশেষ ছাড় দেয়া হয়। আমিরাতে একটি নির্দিষ্ট দিবসে এ সুযোগ দেয়ার কথা জানান তিনি। সেই হিসেবে রোববার পহেলা বৈশাখে প্রবাসীদের জন্য বিনা খরচে রেমিট্যান্স পাঠানোর সুযোগ দিচ্ছি।
আমিরাতের আবুধাবি, দুবাই, শারজাহ ও আল আইন এই চারটি শাখায় প্রবাসীরা সুযোগটি গ্রহণ করতে পারবেন উল্লেখ করে তিনি প্রবাসীদের জনতা ব্যাংকের মাধ্যমে লেনদেনের আহ্বান করেন।
সৌজন্যে- জাগো নিউজ