comilla-epz-fireকুমিল্লা ইপিজেডে আর এন টেক্সটাইল কেমিক্যাল কোম্পানিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সোমবার (০৮ এপ্রিল) রাত ১০টার দিকে আর এন টেক্সটাইল নামে ওই প্রতিষ্ঠানে আগুন লাগে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুমিল্লা ইডিজেডের সিনিয়র কাউন্সিলর সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

chardike-ad

comilla-epz-fireতিনি বলেন, ৯টা ৩৫ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসার পর প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, রাত পৌনে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।