নির্ধারিত সময়ের আগেই দেশে ফাইভ-জি নেটওয়ার্ক চালু করতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। বুধবার (০৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘সিডস্ ফর দ্যা ফিউচার-২০১৯’ প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান।
দেশের ৫ টি বিশ্ববিদ্যালয়ে ৬শ’ শিক্ষার্থী প্রতিযোগিতার প্রথম পর্বে অংশ নেন। কয়েকটি ধাপ পার করে চূড়ান্ত পর্বে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে বিজয়ী হন ২জন করে।
প্রতিযোগিতার বিষয় ছিলো প্রযুক্তির ব্যবহারে মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের উপায় বের করা। অনুষ্ঠানে জানানো হয়, বিজয়ী মোট ১০জন শিক্ষার্থী, প্রযুক্তি প্রশিক্ষণের উদ্দেশ্যে হুয়াওয়ে হেড কোয়ার্টার পরিদর্শনসহ দুই সপ্তাহের জন্য চীন সফর করবেন।