সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীর সেলিম চৌধুরী নামে এক যুবক নিহত হয়েছেন। সৌদি আরবের দাম্মাম শহরে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম চৌধুরী কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।
রাতেই খবরটি দেশের বাড়িতে জানাজানি হওয়ার পর থেকে পরিবারটিতে চলছে মাতম। পারিবারিক সূত্র জানায়, ‘দেড় বছর আগে কাজের ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন সেলিম চৌধুরী। দাম্মাম শহরে একটি পানীয় কোম্পানির বিতরণের কাজ করতেন সেলিম।
প্রতিদিনের মতো বিতরণ কাজ শেষে মঙ্গলবার সময় সন্ধ্যা সাড়ে ৬টায় গাড়িতে করে অফিসে ফেরার পথে অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেলিম চৌধুরী নিহত হন।’ এছাড়া সেলিমের গাড়িচালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহত সেলিম চৌধুরী দশ ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। নিহত সেলিম চৌধুরীর স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছে। পুত্র গুরুদয়াল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। কন্যা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ছে। এখন নিহত সেলিম চৌধুরীর লাশ ফিরে পাওয়ার প্রতীক্ষায় প্রহর গুণছেন পরিবারের সদস্যরা।