Search
Close this search box.
Search
Close this search box.

japanমার্চের শেষ এবং এপ্রিলের শুরুতে জাপানবাসীরা মেতে ওঠেন সাকুরা উৎসবে। এ উৎসবের আমেজ গায়ে মাখতে কোনো অংশে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরা। টোকিওতে সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান আসুকামাইয়া পার্কে আয়োজন করা হয় সাকুরা উৎসবের। গত ৭ বছর ধরে জালাল ও তার সহধর্মিণী এ সাকুরা উৎসবের আয়োজন করে আসছেন।

japanদলমত-নির্বিশেষে জাপানের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক টুকরো বাংলাদেশে পরিণত হয় আসুকামাইয়াই পার্কটি। উৎসবে বাঙালি ললনাদের রং বেরঙের শাড়ি ও খোপায় সাকুরা ফুলের সাজ নজরকারে উপস্থিত সবার। উৎসবে আপ্যায়নে ছিল বিভিন্ন রকমের বাঙালি ডাল ভাত, ফোচকা চটপটিসহ আরও অনেক রকম মুখরোচক খাবার।

chardike-ad

japanপরে প্রবাসী বাঙালিদের মাঝে কুইজ প্রতিযোগিতা হয়। সর্বশেষে অনুষ্ঠানে গান পরিবেশন করে জাপানে ঐতিহ্যবাহী কালচারাল সংগঠন স্বরলীপি, গানের তালে নেচে-গেয়ে উপোভোগ করেন উপস্থিত সবাই এবং সন্ধ্যায় সাকুরা ফুলের সৌরভ গায়ে মেখে যার যার বাসায় ফিরে যান প্রবাসী বাংলাদেশিরা।