বাংলাদেশ দলের আপাতত আন্তর্জাতিক সূচির বিরতি। এরই মধ্যে বিয়ের ধুম পড়ে গেছে। মোস্তাফিজুর রহমানের বিয়ে নিয়ে শুরু হয়েছে মাতামাতি। অথচ জাতীয় দলের আরও দুই ক্রিকেটারও যে গাঁটছড়া বাঁধছেন, সে খবর বোধ হয় অনেকেই জানেন না। বিয়ের বাঁধনে বাঁধা পড়তে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ আর মুমিনুল হক।
মিরাজ অবশ্য বিয়ের বিষয়ে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন আগেই। নিউজিল্যান্ড সফরে থাকার সময় জানিয়েছিলেন, দেশে ফিরে আক্দ করবেন। কনে রাবেয়া আখতার প্রীতির সঙ্গে প্রেমের সম্পর্ক প্রায় আধা যুগের। দুজনের বাড়িই খুলনায়।
মিরাজের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আজই (বৃহস্পতিবার) আক্দ হয়ে যাওয়ার কথা জাতীয় দলের এই অলরাউন্ডারের। যদিও এই বিষয়ে মিরাজ নিজে কিছু নিশ্চিত করে বলতে চাননি।
এদিকে, জাতীয় দলের তারকা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হকের বিয়ের তারিখ পড়েছে ১৯ এপ্রিল। ঘরোয়াভাবে নয়, মুমিনুলের বিয়েটা হবে আনুষ্ঠানিকভাবেই। কনে ফারিহা বাশার থাকেন মিরপুর ডিওএইচএসে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।
মুমিনুল জানালেন, ‘বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। ইনশা আল্লাহ ১৯ তারিখে সব আনুষ্ঠানিকতা আমরা সেরে ফেলব।’