Search
Close this search box.
Search
Close this search box.

quran-contestপুলিশ ব্যবস্থাপনা ও অপরাধমূলক জরিমানা কোডের পক্ষ থেকে পরিচালিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় এক কারাবন্দি কয়েদি বিজয়ী হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ শহরের জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির অঞ্চলের পুলিশ গত রোববার রাস আল-খাইমায় অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণ একজন কারাবন্দীর ছবি প্রকাশ করে। সংযুক্ত আরব আমিরাতে কুরআনের এ প্রতিযোগিতাটি আবুধাবির পুলিশ ব্যবস্থাপনা ও অপরাধমূলক জরিমানা কোডের পক্ষ থেকে পরিচালিত হয়।

chardike-ad

এছাড়া এ প্রতিযোগিতার অপর এক বিজয়ী কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেন এবং প্রতিযোগিতায় অংশ নিয়ে অষ্টম স্থানে উত্তীর্ণ হন। প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থসহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, পারস্য উপসাগরীয় উপকূল শহর রাস আল-খাইমা। সংযুক্ত আরব আমিরাতের ৭টি শহরের একটি এটি। রাস আল-খাইমাহ ধনী ও অভিজাত শ্রেণীর মানুষের বসবাসের জন্য বিখ্যাত।