সৌদি আরবের তায়েফে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত বাংলাদেশির নাম খোকন আহমেদ। তার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ায়।
নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তায়েফ শহরের ফয়সালিয়া এলাকায় খোকনকে পেছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হন। খোকনের মরদেহ তায়েফ সরকারি হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।