Search
Close this search box.
Search
Close this search box.

newzealand-bdনিউজিল্যান্ডে মসজিদে হামলার ঘটনায় ৩ বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ওই মসজিদে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন। এই হামলার পর একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবারের (১৫ মার্চ) ওই হামলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশন ও নিউজিল্যান্ডে বাংলাদেশ কাউন্সিলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যোগাযোগ হয়েছে। এ ঘটনার পর তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

chardike-ad

শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলন করার কথা থাকলেও এ ঘটনার পর ক্রিকেটাররা হোটেলে চলে গেছেন। বিসিবি’র প্রধান নির্বাহী জানিয়েছেন, শনিবারের ম্যাচ বাংলাদেশ খেলবে কি না এই বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।