পাকিস্তান বিমানবাহিনী জেএফ-১৭ থান্ডার বিমান থেকে দেশীয় পদ্ধতিতে নির্মিত দূরপাল্লার স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার পাকিস্তান এয়ার ফোর্সের একটি সংবাদ বিজ্ঞপ্তির বরাতে খবর ডনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানি বিমানবাহিনী এ সফল পরীক্ষাকে একটি বড় ধরনের মাইলফলক হিসেবে দেখছে। কারণ পাকিস্তানি বিজ্ঞানী ও প্রকৌশলীদের চেষ্টার মধ্য দিয়ে অস্ত্রটি নির্মিত হয়েছে।
এ সফল পরীক্ষার পর এখন জেএফ-১৭ বিমান দিনে ও রাতের যে কোনো সময় নির্ভুলভাবে একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ অস্ত্র তৈরির জন্য পাকিস্তানি বিজ্ঞানী, প্রকৌশলী ও বিমানবাহিনীর কর্মীদের স্বাগত জানিয়েছেন পাকিস্তান বিমানবাহিনীর প্রধান মার্শাল মুজাহিদ আনোয়ার খান। তিনি বলেন, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। কিন্তু এই শান্তিপ্রিয় দেশটি যদি শত্রুদের আগ্রাসনের শিকার হয়, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেব।