মালয়েশিয়ায় পাকিস্তানি গ্রাব চালকের ঘুষিতে আহত হয়েছে এক বাংলাদেশি। রোববার দুপুরে কুয়ালালামপুরের সুংগাই বুলোহ এলাকায় এ ঘটনা ঘটে৷ সুংগাই বুলোহ পুলিশ সুপার শাফা’আন আবু বকর জানান, এক বাংলাদেশি (২৩) শ্রমিক কর্মস্থল থেকে বাসায় ফেরার জন্য দুপুর ১২টা ১০ মিনিটে একটি গ্রাব বুকিং দিয়েছিল ৷ সে নির্মাণ কর্মী হিসেবে কাজ করে৷ গ্রাবটির চালক এক পাকিস্তানি।
তিনি জানান, রোববার দুপুরেই সুংগাই বুলোহ জেলা পুলিশ সদর দফতরে মামলা দাখিল করেন আহত ওই বাংলাদেশি৷ ঘটনার বিবরণে উল্লেখ করা হয়েছে, গাড়িতে ওঠার আগে বাংলাদেশি যুবক চালকের সঙ্গে ভাড়া ৯ রিঙ্গিত ঠিক করে৷ গন্তব্যে পৌঁছানের পর চালককে ২০ রিঙ্গিত দিয়ে বাকি অর্থ ফেরত চায় সে৷ তবে চালক জানায় তার কাছে ভাংতি নেই৷ এক পর্যায়ে চালক বাংলাদেশি যুবকের মুখে ঘুষি মেরে ঘটনাস্থল ত্যাগ করে৷
পুলিশ সুপার জানান, ঘুষিতে বাংলাদেশি যুবকের নিচের ঠোঁট কেটে যাওয়ায় তাকে নিকটবর্তী একটি হাসপাতাল নেয়া হয়। সেখানে তার ঠোঁটে ছয়টি সেলাই করতে হয়েছে৷ তিনি আরও জানিয়েছেন, পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করেছে এবং পেনাল কোডের ৩২৩ ধারার অধীনে এ ঘটনার তদন্ত চলছে।